আজকের দিনেও কাক ডাকে, পাখি ওড়ে,
ফল ঝোলে, গরু চরে, জল পড়ে, পাতা নড়ে।
গোপাল জানে, অজগর অজ খেতে পারে গিলে,
ছোটোবেলায় পড়া বর্ণপরিচয় কি করে যাই ভুলে !
প্রথম, অক্ষর যোগ করে শব্দ গড়ার সেই ম্যাজিক,
বাংলার সংযুক্ত বর্ণ গুলো নিয়েই একটু ভাবা যাক।
কত ভেবে চিন্তে সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছিলেন,
মনে না পড়ে তো উপায় নেই, আজ তাঁর জন্মদিন !
"যশুড়ে কই", নামটি পড়ে যদিও মুখ টিপে হেসেছি,
সাঁতরে দামোদর পার হবার কথাতেও অবাক হয়েছি,
নিজের মাকে এত ভালোবাসে, ভক্তি করে যে ছেলে,
উদ্ধতকে উপযুক্ত জবাব দেয় টেবিলে দুই পা তুলে !
কোনো ক্যাফেতে আমায় যেতে হয়নি প্রেমে পড়তে, প্রথম প্রেমকে তো আমি পেয়েছি বর্ণপরিচয় বইতে।