"দিদি____! বল তো দেখি, আমার হাতে কি ?"
নিশ্চয়ই ডাসা পেয়ারা, তা ছাড়া আর কি !
কিন্তু... আমি ভালোবাসি বলে, না বলেই ছিঁড়বি ?
"উঁহু, আজ পেয়ারা নয়, কৎবেল ! মেখে দিবি ?"
হুঁউউউ_____, ভাই, একদিন ট্রেন দেখতে যাবি !
ঐ শোন অপু, ট্রেন আসছে, কুঁউউউউ____
কি রে শুনতে পাচ্ছিস ? চল দৌড়ে যাই !
না, না, ভয় নেই, ট্রেনে চড়ে যাব না কোত্থাও.......
দূরে দাঁড়িয়ে থেকে দেখব ট্রেনের চলে যাওয়া__
এভাবেই চল্ না, মনে মনে আমরা বেড়াতে যাই।
খুব সাবধানে অপু, অত জোরে দৌড়াস না ।
আমি যে তোর মত অতটা দৌড়াতে পারি না !
হঠাৎ যদি তুই হোঁচট খেয়ে পড়ে যাস ! কি হবে ?
ঠিক করে দেখে রাখিনি, মা যে আমাকেই বকবে,
চারদিকে কাশফুলের ঝোপ, তোর গা যে ছড়ে যাবে !
মাঝে মাঝেই তুই আমার চোখের আড়াল হয়ে যাস !
তোকে দেখতে না পেলে চিন্তা হয়, যদি হারিয়ে যাস ?
আমাকে তোর হাতটা কি একটু ধরতে দিবি না !
তুই কি একটুও আমার কথা শুনে চলবি না ?
দূরে যাস না ভাই..... আমি যে তোকে চোখে হারাই ।
ঐ দেখ ট্রেনটা যাচ্ছে, কোথায় যাচ্ছে ? জানি না রে,
হয়তো অজানা কোনো দেশে, অনেক অনেক দূরে...
"ট্রেন থামা না দিদি, ট্রেনে করে বেড়াতে যাব ! "
আরে বোকা ! টিকিট ছাড়া তো ট্রেনে ওঠা যায় না !
বড় হলে তোকে নিয়ে প্লেনে করে আকাশে উড়ে যাব।
এখন বাড়ি চল্ ভাই, ট্রেন টা তো দূরে চলে গেছে___
মা বাবা এতক্ষন তোকে না দেখে ঠিক চিন্তা করছে।
কি রে অপু, কোথায় গেলি ? লুকোচুরি খেলিস না !
আজকাল আমার এই খেলাটা একটুও ভাল লাগে না।
এরকম করলে কিন্তু "কৎবেল-মাখা" খেতে দেব না ।