থিবস আর মেম্ফিস এর মাঝখানে ছিল আমারনা,
আখেন আটেনের নতুন রাজধানী আখেনটাটেন__
স্থাপিত হলেও মাত্র দু দশক পর্যন্তও যে টিকলো না।যে প্রাকৃতিক শক্তি ছড়িয়ে আছে আকাশে, বাতাসে,
ধর্ম ও রাজনীতি নিয়ে মানুষের ঔদ্ধত্য দেখে হাসে।
আমুন হোক কিংবা আটেন, কেউ কি রক্ষা করলেন !
বয়ে যাওয়া নীলনদের পাশের সেই সবুজ আমারনা,
রুক্ষ, শুষ্ক মরুভূমি হওয়া থেকে আটকানো গেল না।
ওয়েসিস অথবা ঝোপঝাড়, ক্রমে বিলীন হলো সব,
স্তব্দ্ধ হলো যত গরীব-বিত্তশালী জনগনের কলরব।
বছর সতেরো কোনোমতে টিকেছিল সেই রাজধানী,
হারালো আখেনআটেন, পতিব্রতা নেফারতিতি রানী!
সাম্রাজ্য, দেবদেবী, রাজা, রানী, ফারাও, পুরোহিত,
সবকিছুরই সাক্ষী আমারনা, রয়েছে আজও বর্তমান,
ওঁদের নিয়ে তৈরি হয় গল্প, কবিতা, সিনেমা, গীত,
কলাকুশলীরা করেন অভিনয়, গায়কেরা গায় গান।
আমার, আমার করে কাটে জীবন, কিছুই আমার না।
এই সামান্য কথাটা লোকে কেন যে বুঝতে চায় না !
নেফারতিতির মূর্তী গড়তে গিয়ে কি হয়েছিল শিল্পীর,
যে সেই মূর্তীতে একটা চোখ আর আঁকা হলো না !
বেঁচে থাকাটাই আশ্চর্য,কখন মৃত্যু ডাকে বলা যায়না।