কাল মানেই নাকি ধ্বংস, সেজন্যেও চাই সৃষ্টি,
কিউমুলাস কিউমুলোনিম্বাস হলে তবে আসবে বৃষ্টি।
ধান,পাট কিংবা নতুন কোন শষ্যের জন্যেও ভালো,
খুব তো খুশি, পেলে ঝড়ে পড়া কাঁচা আম গুলো !
কালমেঘ কিংবা আলুই, ধ্বংস করতে পারে সুগার,
শুধু তাই নয়, গেঁটে বাতে কাজ দেয়,আর ক্যান্সার !
পারে রোধ করতে ক্যান্সারগ্ৰস্ত কোষগুলোর বাড় ।
সৃষ্টির প্রয়োজনে চাই ধ্বংস,কথাটা বলছি আবার।
বৈশাখ চলে গেল কালবৈশাখীর এখানে দেখা নেই,
স্থানীয় এই ঝড়কে এখন, এখানকার চাইছে সবাই ।
আজ সকালেও আকাশটা মেঘলা, রঙ কালো নয়,
এই রকম হালকা মেঘে কি আর কালবৈশাখী হয় !
গনগনে রোদ্দুর চাই,হোক না তৈরি এখানে নিম্নচাপ,
তবেই উত্তরে হাওয়ার সাথে মেঘ আসবে চাপ চাপ।
অন্ততঃ আধঘন্টার জন্যে একটা এলোমেলো ঝড়,
আসুক সাথে বৃষ্টি নিয়ে,ফোঁটা গুলো ঝরুক চড়বড়।
নামের আগে কাল থাকুক, না বুঝেই ভালোবেসেছি,
কেন লোকের এতো ত্রাস, কথাটা অনেক ভেবেছি ।
এ কথা সত্যি, কালভৈরব যে দেখতে ভালো নন, অনেকেই জানেন, তবুও তো লোকে পূজো করেন।
কাল তো সময়েরও আরেক নাম, কাল খারাপ নয়।