আজ বিকেলে, সন্ধ্যের একটু আগে___
গাছেদের পাতা নাড়ানো দেখে, মনে হয়েছিল,
অন্ধকার নামার আগেই হয়তো নামবে বৃষ্টি।
জানি তো, সময়টা এখন যে বর্ষাকাল নয়,
তবু আকাশে মেঘ ঘনালেই, বৃষ্টির লোভ হয়।
মনে মনে যতই ভাবি যে, আমি লোভী নই,
কথাটা মনে হয় পুরোপুরি মিথ্যে, একটুও সত্যি নয়।
লোভ যে মানুষের মনের কোথায় কোথায় ___
কোন্ কোন্ কোনে, কি বেশে লুকিয়ে রয় !
নিষ্ঠুর অযাচিত ঐ মেঘের দল,
আমার আশায়, নির্দয়ভাবে ঢেলে দিল জল ।
একরাশ অবজ্ঞা ছুঁড়ে দিয়ে, নিরুদ্দেশে গেল চলে,
তার চেয়ে বড় কথা, অবহেলা এতো!
যাবার আগে একবার কি গেল বলে?