অবেলার পৃথিবী

যখন মন্দির,মসজিদ,গির্জা বন্ধ
যখন ক্লান্তির কফিনে রক্তের গন্ধ
যখন কোরোনার ছলনায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড
যখন মহামারির হা-কপালে দেবত্ব অন্ধ--
তখন আর এক পৃথিবীর খোঁজ পেলাম ।
অন্য এক গীতা,কোরান,বাইবেলের পৃথিবী
হৃদয়ের গভীর থেকে চাওয়া--
আমার,তোমার পৃথিবী,মানব সভ্যতার পৃথিবী ।

খুন-খারাপি আর বোম্ব ব্লাস্ট  শিকেই উঠে  নাচছে
গাজরামি আর ঘুষ নেওয়াটা পানের পিকে ভাসছে
মরা বাঁশে বাজছে বাঁশি,জন্ম নিয়েছে মেহেদী ঈষা
ম্যাকবেথের মকদ্দমাতে হ্যামলেট যেন হাসছে ।।

রেপিস্টরা ঘর বেঁধেছে "রেপ অফ দ্য লক"র দেশে
রাজনীতি যেন সত্যি সত্যি নীতির রাজার বেশে ।
দাঙ্গা আজ নাঙ্গা হয়ে অবোধ শিশুর মতো
মুখ ফিরিয়ে বসে আছে মুচকি হাসি হেসে ।।

বাজার যেন রাজার মতো রাউন্ড টেবিলের ফাঁদে
জেলখানা সব মশারির ভেতর ব্যঙ্গভাবে কাঁদে ।
প্রেম গুলো সব পালিশ দিয়ে নালিশ মেখে গায়ে
মায়ের সাথে বুনছে কাঁথা মাথায় খোপা বেঁধে ।।

শান্ত অলি শান্ত গলি শান্ত বনের রাজা
দূষণ যেন খাটছে আজ যাবত্জীবন সাজা ।
শয়তানরা সব দেবতার নামে নরক থেকে স্বর্গে
ভেঙেছে আজ পাষাণপন্ড নিজের বুকের পাঁজা ।।

ফেরেস্তা সব করছে সালাম,ঋষিরা অস্থি বনে
শ্মশানের কবি নিভৃতে কাঁদে, বিজ্ঞানের কবি রণে।
ল্যাবোরেটোরি আজ মুক্তিযুদ্ধে কংসের কারাগারে
খূঁজছে যেন ব্রহ্মাস্ত্র নিভৃতে নির্জনে ।।

02-04-2020 ( ঘরাপিড়, লেক গার্ডেন,মালদা)