ডেমোক্র্যাসি
বাংলায় আমার নাম গনতন্ত্র
রাজতন্ত্র আমার ঠাকুরদা ।
আমি তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী এক যোগী,
পাড়ায় পাড়ায় ভোট বিক্রি করি।পেশায়--ভোটবিক্রেতা।
আর যদি বলেন ঠিকানা--
গ্রাম-পোস্ট--মানুষের মন,জিলা- আধ্যাত্মিক আত্মা, পিন নম্বর--চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্ণ এবং শেষ নম্বরটা ধর্ম ।
গ্রামটি বেশ ভালো আমার---মহানন্দে সন্ধ্যা কাটায় ABP আনন্দে---- যুক্তি-তর্কে --
আর রাত কাটায় মন্দির, মসজিদ, গির্জার শুক্লপক্ষে।
এটা এক রূপকথার মানুষহীন গ্রাম ,
আমার গ্রামে কোন মানুষ বাস করে না
যারা বসবাস করে তারা কেউ হিন্দু, কেউ বা মুসলমান, কেউ বা আবার খ্রিষটান।
আমরা এখন মাতৃভাষায় কথা বলি না--
আমরা কথা বলি রাজনৈতিক বা সাম্প্রদায়িক ভাষায় ।
জোরে খোলামেলা উদার ভাষায় কথা বলার অসভ্যতামি , আমরা পরিতাগ করেছি ।
দরকার পরলে কানে কানে ফিসফিস করে কথা বলি আমরা ।আমরা অতীব শান্ত ও ভদ্র ।
আমাদের রক্তের রং কারো ও লাল নয়---
রক্তের রং কারো ও সবুজ, কারো ও বা গেরুয়া, কারো ও বা দেহে রক্তই পাবেন না আপনি ।
এই বিশালচেতা দীর্ঘকায় গ্রামে--
রামকৃষ্ণ, যিশু, হজরত বা দলাই এর নামের মত
হাজার হাজার নামের বাহার নেই ।যারা আছে তারা কেউ কংগ্রেস, কেউ বা তৃণমূল কংগ্রেস, কেউ বা বিজেপি, কেউ বা আবার সিপিএম ।
আমার গ্রামে কোন বিবাদ নেই, নেই কোনো খুনোখুনি ।
অপরূপ সৌন্দর্য আমার গ্রামের।
যেখানে আছে লাল রংয়ের নদী, হাড় ভরা বাক্সের গয়না,
আর আছে রাস্তায় অপেক্ষামান এক সুন্দর উন্নয়ন নারী ।
শ্যামল কুমার সাহা (অ্যালেক্স )
29.04.2019 at 11.30 pm , Malda