দিন যায়
ক্ষণ যায়
রেখে যায় স্মৃতি;
তবুও কাল অবধি-
মন মননের মত্ত হাওয়ায়
তুমি আছো মিশে।।


এই আছি
আমি আছি
আছি সবাই মিলে;
যাবে কিছু সময়-
সমাজ গড়ার নিয়মে
তবুও তুমি হৃদয় জুড়ে।।