সালাত ও মানুষ
----------------

প্রভুর হুকুম মানরে ভাই
থাকো তুমি যেথায় যেমন
সময় পুরালে থাকবো না আর;
তুমি-আমি তেমন।।

মানুষ মানুষ হলে
এক মানুষেই জগৎ টলে
সালাত তেমন রে ভাই
মানুষ টাকে মানুষ করে।।


মৃত্যু ও পাপ
----------------

মৃত্যু এলে প্রার্থনায়
ফুপিয়ে কাঁদে পুণ্য পুণ্য বলে...
আর পাপ এসে ফিসফিস ডাক দিলে
ইতরের মতো ছুটে চলে...

জীবন যেন শোনা আর না শোনার
জীবন যেন দেখা আর না দেখার
জীবন যেখানে যেমন; নিরন্তর পথ চলার।।


মৌসুমী ক্ষণে
----------------

এতদিন পর?
তারপরও
মনে পড়ল বটে;

শীতের আগমনী ক্ষণে
মৌসুমে মৌসুম বুঝে
মনে হলো তাই?

তবুও যাই হোক মনে তো পড়লো।