স্বপ্ন ছুঁই ছুঁই
স্বপ্নের মতো হই;
চলো না বদলে যাই
চলো না বদলে দেই
আমারই পৃথিবী।

ভাঙ্গা গড়ার
নয়া আলোয়ে;
চলো না বদলে যাই
চলো না বদলে দেই
আমারই পৃথিবী।

আলো আর আধাঁরের
জীবন শহরে;
চলো না বদলে যাই
চলো না বদলে দেই
আমারই পৃথিবী।

স্বপ্ন ছুঁই ছুঁই
স্বপ্নের মতো হই;
চলো না বদলে যাই
চলো না বদলে দেই
আমারই পৃথিবী।।

রচনাকাল:
১২ জানুয়ারি ২০২০