সাহসিকা নুসরাত
নৃশংসতার মহা সমুদ্র ঘৃণা নিয়ে
পাড়ি জমালো না ফেরার দেশে
পৃথিবীর সব জুগুপ্সাকে
অসম্ভব ঘৃণায় ফেলে
পাড়ি জমালো এপ্রিলের এ দশে।
হারিয়ে গেল আরেকটি তাজা প্রাণ।।
নুসরাত কিংবা তনুরা
অতি প্রিয় জীবনকে
আপ্রাণ চেষ্টা করেও কখনো
আটকাতে পারেনি; অসম্ভব ঘৃণার কাছে।
মানুষ্য পৃথিবীর মানুষগুলো যখন
অমানুষের আশ্রমে গড়ে
সাহসিকারা এভাবেই ঘৃণা জানায়।
বিসর্জন দিয়ে আপন প্রাণ।।
অবাক পৃথিবী
অমানুষ গুলো কেবল তাকিয়ে দেখে !
সহসিকারা
ভালো থাকো ওপারে
না ফেরার দেশে ....
রচনাকাল:
১১ এপ্রিল ২০১৯