চৈতালী দখিণা হাওয়ার
শিহরিত ঊর্মি দোলা
হৃদয়ের উম্মাদনা কম্পন তুমি।
বরষার বৃষ্টি ভেজা
শীতল আবেশের কাঙ্গাল
উষ্ম ঠোঁটের পরশ তুমি।
শরতের বক সাদা কাশফুলে
হেমন্তের মাঠ হাসির
শুভ্র আভা তুমি।
চাঁদের আলোয়ে জোসনার
চন্দ্রিমা হয়ে থাকা শতত অপরুপা
অনিদ্রা নিশি তুমি।
শীতের দিনে কুয়াশার ভোরে
তুমিই আমার শীতের চাদর
প্রিয় অপেক্ষার আদর তুমি।💞
রচনাকালঃ
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২১