অনলে দগ্ধ তাজা তাজা প্রাণ
নারী-পুরুষ, বৃদ্ধ-যুবা
পরিচয় হীনা আরো কত কে।
পুরান ঢাকার চকে এখন
পোড়া লাশের কান্নায় জখম।।
মায়ের কোলে ফ্রেমে বন্দি শিশু
কেউবা মাতৃগর্ভে; সবই এখন
পোড়ে অঙ্গার ঠিকানা বিহীন।
শোকে শোকাতুর মানুষ কেবল
চেয়ে আছে অসহায় বাংলাদেশ।।
পোড়া লাশের কান্না চুইয়ে
হাহাকারের মাতম তোলে
গোরস্তানের সফেদ কফিন।
হাসপাতাল আর মর্গে হাহাকার উঠে
শোক আর আর্তনাদে।।
পোড়া লাশের কান্না এখন
বাতাসে বাতাসে
আমার সারা দেহ জুড়ে।
এমন পোড়া লাশের কান্না
কেউ কি দেখেছ কখনো...
রচনাকালঃ
৪ এপ্রিল ২০১৯