পাহাড়ি কন্যার আঁচল ঘেঁষে
বাঁকে বাঁকে ঝর্ণা আর সন্ধ্যা আসে।

সন্ধ্যা হলেই
পাহাড়ে পাহাড়ে আঁধার নামে
ঘন কালো কুচকুচে আঁধার
হিমেল অনুভূতির হিমেল আঁধার
গা কাঁপুনি আঁধার হাড় কাঁপুনি আঁধার।

রাত্রি যত, আঁধারে তত ভরে
আঁধারে আঁধারে হিম শীতলে
অন্যরকম প্রকৃতি হাসে।

রাতের প্রকৃতির রাত্রি আঁধার
পাহাড়ে নাচে পাহাড়ি আঁধার।

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
চৈক্ষ্যং, আলীকদম, বান্দরবান।