সাহসী কিছু মানুষ প্রতিবাদে
মুখর হয়েছিলো বলেই
প্রজন্ম থেকে প্রজন্ম পেয়েছে মায়ের ভাষা
পেয়েছে কথা বলার স্বাধীনতা।
প্রাণের ভাষা, ভালোলাগার ভাষা
ভালো জানার আর ভালোবাসার ভাষা
হৃদয় জুড়ে আপন ভূমে
বাংলা আমার অনুভূতি।
প্রজন্ম থেকে প্রজন্মে
একুশ চেতনায় এগিয়ে যাক
অমর এ একুশে।।
রচনাকাল : ২০।২০।২০২০