ছোট্ট খোকা জাতির পিতা
শেখ মুজিবুর রহমান
বাংলার সীমানা জুড়ে
তোমারই দীপ্তি বহমান।।
তুমি জন্মেছিলে বলেই
জন্মেছিল স্বদেশ,
মুজিব তোমার
আরেক নাম স্বাধীন বাংলাদেশ।।
রচনাকালঃ
ঢাকা ১৫ আগস্ট ২০১৯
আজি হতে
আরো শত বর্ষ পরও
কেউ যদি জানতে চায়?
তোমার আমার ঠিকানা
উত্তর একটাই
বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর বাংলাদেশ।।
রচনাকালঃ
ঢাকা ০৬ জুন ২০১৯
যে মুজিব বাঙ্গালির মনি কোঠায়
ইতিহাসে সে মুজিবের মৃত্যু নাই।।
যে মুজিব পেয়েছে ঠাঁই কবিতায়
ইতিহাসে সে মুজিবের মৃত্যু নাই।।
মুক্তি আর স্বাধীনতার সংগ্রামে
লাল সবুজ বাঙালি বাংলাদেশ।।
চিরন্জীব শ্বাসত বাংলার ইতিহাসে
মুজিব নামের নেই কোন শেষ।।
রচনাকালঃ
ঢাকা ২৮ মার্চ ২০২০