বন্ধুত্বের বন্ধনে প্রানের টানে
আপন ঠিকানায় আমরাই আপন
হাজারো মনের হাজারো প্রাণ
কিছু স্মৃতি স্মৃতিপটে অম্লান।।
জয় জয়কার এ্যালামনাই সব
খুঁনসুটিতে ঠিকানা সরব
জমলো মেলা কাটলো বেশ
সব স্মৃতিরা অনির্মেষ।।
আবার ফের জমবে বেশ
এক পশলা বৃষ্টির রেশ
তপ্ত দুপুর ক্লান্তি শেষে
বছর ঘুরে আসবে বেশ।।
রচনাকাল : ১৪।০৩।২০২০