মা মমতা মা জননী  
মায়ের আজন্ম পরশে
সন্তান হাসে জীবন ময়।

মা ছায়া মা ভালবাসা
মায়ের মিস্টি আদর
বাঁচে বাঁচায় স্বপ্ন ময়।

মা আলো মা ভবিষ্যৎ
মায়ের হাতের গাঁথুনিতে
আজ ও আগামী উজ্জ্বল ময়।

মা চেতনা মা প্রেরণা
মায়ের হাসিতে হাসে
প্রাণ সঞ্চার জাগরণ ময়। ♥️🌹