করোনা
আমি চীন
আমায় তুমি ছুঁয়ো না।

করোনা
আমি ইটালী
আমায় তুমি ছুঁয়ো না।

করোনা
আমি ভারত
আমায় তুমি ছুঁয়ো না।

করোনা
আমি ইরান
আমায় তুমি ছুঁয়ো না।

করোনা
আমি পৃথিবী
আমায় তুমি ছুঁয়ো না।

করোনা
আমি মানুষ
আমায় তুমি ছুঁয়ো না।

করোনা
করো না করুণা
প্রভুর কাছে
এ হোক প্রার্থনা।

রচনাকাল : ০৫।০৩।২০০