বৃত্তহীন কবিতার হৃদয়
শূন্যের পথ ধরে
হাঁটছে জন্ম জন্মান্তরে।।

কবিতার সেই ভাষায়
কবিতা নেই
হৃদয়ের স্বপ্নিল মায়া মাখা পথে
কবিতারা কবিতা খোঁজে।।

গোপন দ্বন্ধের মায়া জালে
সময়ের কালো স্রোতে
কবিতার সফেদ কফিনে
কবিতারা হারায়।।

যেমন হারায়
আমার সময় আর স্বপ্নগুলো
পাওয়া না পাওয়ায়।।