দখিনা বাতাসে ভাসে পথিকের মন
ওকূলে পরে আছে নদী ভেজা বন।
সেই বনে ছায়া ফেলে একখানি চাঁদ
দুঃখকে চিঠি লেখে মনপুরা বাঁধ।
বাঁধের আশায় বাঁচে কৃষাণীর সুখ
রুপালি ইলিশে হাসে জেলেদের মুখ।
আলো আধাঁরির মাঝে ফিরে আসে টেউ
মনপুরা দ্বীপকে একা খোঁজে কেউ।
— ১৫ আশ্বিন ১৪৩০
— ৩০ সেপ্টেম্বর ২০২৩