যদি লাশের মিছিল শুরু হয়
গনহত্যার সেই মামলা করবো কোথায়
করবো বা কার বিরুদ্ধে!

জীবন চেয়ে বড়ই যখন জীবিকা
টার্গেট সবার ব্যবসা আর মুনাফা

সরকারি প্রনোদনা তারপরও
কী এমন নাটকীয়তা;
জীবনের চেয়ে সিন্ধান্তহীনতা!

ক্ষুধা যেখানে জীবনের চেয়ে বড়;
সেখানে মানুষ আমি কারে বলি।

কর্মীদল নিবেই ঝুঁকি জীবনের
ক্ষুধা ও জীবন তাড়নায়
হেঁটে হেঁটে গ্রাম থেকে শহরে।

সর্বাত্মক মঙ্গল থাকবে না যখন
করোনার দখলে সব, যাবে তখন।

রচনাকালঃ
এপ্রিল ২০২০ (গার্মেন্টস শিল্পের কর্মীদের নিয়ে)