যেখানে বর্ষা নামে
বর্ষার জন্য, খরা নিবারণে
যেখানে বর্ষা নামে
বর্ষার জন্য, জন ভোগান্তিতে।।

যেখানে বর্ষা নামে
বর্ষার জন্য, ভূমি উৎকর্ষে
যেখানে বর্ষা নামে
বর্ষার জন্য, পাহাড় ধ্বসে।।

যেখানে পানিতে জীবন বাঁচে
সেখানেও পানিতে জীবন নাশে।।

বৈচিত্রের ষড়ঋতু নাশে
এমনই বিপন্ন গড়েছি মোরা
সোনার বাংলাদেশে।।

রচনাকালঃ
২৬ জুলাই ২০১৭