প্রথম বিশ্বকাপ জয়
অবিস্মরণীয় মুহুর্ত এবং
স্মরণীয় বিশ্ব জয়ের
গৌরবময় অর্জন।
উনিশের হাত ধরে বিশে বিশ্বজয়
এ যেন মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার।
ফেব্রুয়ারি আর ফাগুনের
অগ্নিস্ফুলিঙ্গ চেতনায়
রুখবে কে সামনে চলার
মুক্তি সংগ্রামের বাংলায়।
সাব্বাস! সাব্বাস!
বাংলার যুবারা দুর্বার
রুধিবে পথ বাঙ্গালির
আছে সাধ্য কার।
নতুন আলোয়ে নতুন গন্ধে
তরুণ-যুবার হাতে দেশ
বিশ্ব কাপের বিশ্ব সাধে
প্রিয় স্বদেশ বাংলাদেশ।
রচনাকাল : ০৯।০২।২০০
যুব টাইগারদের জন্য
নিরন্তর শুভ কামনা।