বারো বারো বারো
আসবে আবার একশ বছর পর।
কিশোর তরুণ প্রবীণরা সব
বারো বারো বলে করে রব।
প্রেমিক-প্রেমিকার সব জুটিরা
কষছে হিসেব সব স্মৃতির অন্তরা।
আসলো বারো আসলো রব
নতুন ছোঁয়ায় মানুষরা সব।
অন্তর পটে জেগে থাকুক
হাসি-কান্না উল্লাসের স্মৃতিরা সব।
রচনাকালঃ
১২-১২-১২