আজি হতে শতবর্ষ আগে
জন্মেছিলে বঙ্গবন্ধু তুমি;
তাই বলে পেয়েছি স্বাধীনতা
পেয়েছি প্রিয় স্বদেশ বাংলাদেশ।।

তুমি আছো, তুমি থাকবে
যতদিন রবে;
বাংলার মাটি-আকাশ আর
আমার জন্মভূমি সোনার দেশ।।

এই জনপদে তুমি শুরু
তুমিই শেষ
তোমাতেই তুমি
তুমিই বাংলাদেশ।।

বঙ্গবন্ধু মুজিব মানেই
মহান স্বাধীনতা
বঙ্গবন্ধু মুজিব মানেই
আমার জাতির পিতা।।

হাজার সহস্র শুদ্ধতম ভালোবাসা
তোমার শততম জন্ম বার্ষিকী,
বেঁচে থাকুক তোমার নাম
হাজার বছরের হে শ্রেষ্ঠ বাঙালী।।

রচনাকালঃ
১৭.০৩.২০২০