আমরা মানুষ
মানুষ আমাদের পরিচয়।

একই চন্দ্র সূর্য
একই আলো বাতাস
একই আকাশের
নীচে বসবাস।

আমরা মানুষ
মানুষ আমাদের পরিচয়।

নদী আর সাগরের দিক থেকে
আমরা হয়তো আলাদা;
ভূখন্ডের সীমানা থেকে
আমরা হয়তো আলাদা;
জাত আর বর্ণের দিক থেকে
আমরা হয়তো আলাদা;
সাদা আর কালোর দ্বন্দ্বে
আমরা হয়তো আলাদা;
অর্থ আর বৈভবে
আমরা হয়তো আলাদা;

কিন্তু একই পৃথিবী,
একই আকাশ,
সূর্য আর চাঁদের আলোর নীচে
আমাদের বসবাস।

দিন শেষে
আমরা তো
একই রক্ত মাংসের;

দিন শেষে
আমরা তো
একই পরিচয়ের।

আমরা মানুষ
মানুষ আমাদের পরিচয়।

দিন শেষে
আমরা তো
একই পরিবার,

দিন শেষে
আমরা তো
একই পৃথিবীর।

আমরা মানুষ
মানুষ আমাদের পরিচয়।

ঢাকা
২২ মার্চ ২০২০