আমি
আমি মুজিবকে দেখিনি
বইয়ের পাতায় পাতায়
ছয় দফার ইতিবৃত্ত পড়েছি;
বাংলার মানুষের স্বাধিকার
প্রতিষ্ঠার কথা পড়েছি।
তাঁর ছয় দফায়;
রাজনৈতিক, অর্থনৈতিক ও
ভৌগোলিক মুক্তির রুপান্তর পড়েছি।
আমি
আমি মুজিবকে দেখিনি
ইতিহাসের পরতে পরতে
ভাষা আন্দোলন
আগরতলা ষড়যন্ত্র
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
খোকা থেকে মুজিব
মুজিব থেকে বঙ্গবন্ধু
রাখার রাজা থেকে মহানায়ক
আমাকে আড়াল করেনি।
আমি
আমি মুজিবকে দেখিনি
রেসকোর্স ময়দানকে সোহরাওয়ার্দী উদ্যানে দেখেছি;
হেঁটেছি, খেলেছি।
আমি সাতই মার্চের
ঐতিহাসিক ভাষণ ক্ষণে
আমার জন্ম হয়নি; তবে মুজিবের কণ্ঠে..
অলিখিত পৃথিবীর সেরা ভাষণে---
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম
এবারে সংগ্রাম
মুক্তির সংগ্রাম..
শুনেছি।
আমি মুজিবের কণ্ঠে..
আমি যদি তোমাদের হুকম দিবার নাও পারি;
তোমাদের যার যা কিছু আছে
তাই নিয়ে ঝাঁপিয়ে পরতে..
নির্দেশ শুনেছি।
আমি মুজিবের কণ্ঠে
জয়জয়কার,
বাংলার স্বাধীনতা
জয় বাংলা
শ্লোগান শুনেছি।
আমি
আমি মুজিবকে দেখিনি
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
আমি মুক্তির সংগ্রাম দেখিনি
আমি
আমি মুক্তিযোদ্ধাদের দেখেছি,
আমি বত্রিশ নম্বর বাড়ি দেখেছি,
আমি টুঙ্গীপাড়া দেখেছি,
আমি অসমাপ্ত আত্মজীবনী দেখেছি,
আমি হাসুমনিকে দেখেছি;
আমি
আমি বাংলার জনপদে
বাংলার ঝাড়ুধারের কাছে
বাংলার ইতিহাসে; মুজিবকে দেখেছি।
আমি
মুজিবকে দেখবো ততোদিন
বাংলাদেশ থাকবে যতোদিন,
বাংলার আরেক নাম
শেখ মুজিবুর রহমান।।
★★★ মুজিব শতবর্ষ ★★★