সকাল গড়িয়ে দুপুর
রেসকোর্স ময়দান;
সহস্র লক্ষ জনতার অপেক্ষা।


বাংলার আকাশে বিধ্বংসী পাক বিমান
ভীত নয় বাঙালি
পরিপূর্ণ রেসকোর্স।


কবিতায়,
জনতায়,
একাকার শেখ মুজিবুর রহমান।


একটি তর্জনীর
একটি নির্দেশে
মানচিত্র খুঁচিত হলো;


স্বাধীন হলো
প্রিয় স্বদেশ
জন্মভূমি বাংলাদেশ।