জীবনটা চলছে এক আবহমান ধারায়
সময়ের ফোড়ে ফোরে ফুটছে পুস্প
কখনও সেগুলো কণ্টকময় হয়,
মাঝে সাঝে ডালিম ও ধরে,
আনার তার বিচি গুলো ফেলে
পরিবেশ কে করে রক্তিময়,
চির চেনা সবগুলো
কেমনে যেন পাল্টে যায় |
জানিস অরূপ সময়কে আমি না আজ, ধরতে জানি
এর জন্য প্রশিক্ষণ ও নিয়েছি
অনেক অনেক মাইনে দিয়েছি |
বলতে পারিস বোকা নাকি,
সামান্য সময়, ওর জন্য মাইনে
একটু ভেবে দেখ,ঐ স্কুলের ক্রিকেট ম্যাচ
আর পা ভাঙ্গা কাক ভেজা ফুটবল
সবই তো করেছি |
শুধু পারি নি বাক্সবন্দি করতে
করবই বা কি করে
তখন যে জানতাম না,
সময়কে ,ধরা যায় ,ছোয়া যায়,
বাক্সবন্দি করা যায় ,
অরুপ ,তোর ঐ রূপময় গানকে
কোন দিন চলমান টাইম ফ্রেমে
আটকাই নেই |
কেন যে করলাম না
আজ তুই বহু দূর
ঐ গান যে, আজ ও কাশে
মৃদু আওয়াজে |
ছুটির পর জটলা
আর গার্লস স্কুলের পাশের চিনেবাদাম,
আহা যদি ধরতে পারতাম |
একসাথে স্কুল ফাকি
আর, সন্নাসি সেজে রেল লাইন ধরে অবিরাম হাটা
কিছুই নেইরে
আজ সবই বন্ধ হয়ে গেছে |
সরল সমীকরণ গুলো আজ যেন
সবই যৌগিক থেকে জটিল পথ ধরেছে|
কিন্তু আজ এক পন করেছি,
নিজের বেটাকে সময়ের ফাঁদ পাতা শেখাবো
জাল ফেলব, আর ,সময় ধরব
ফ্রেম করব, বড় বড় পোস্টার ছাপাব,
যেন অরূপরা তাদের রূপ ধরে রাখে
ভাল থাকিস, আর সময় কে বাহু বন্দি করিস |