কবিতাঃ মানবতার যুদ্ধ
মোঃ পারভেজ আলম মাফুজ
*****---*****
আরেকটি যুদ্ধ চাই যুদ্ধ
যে যুদ্ধ হবে শান্তি আর মানবতার,
যেখানে থাকবে না সার্থ সিদ্ধ
থাকবেনা কোনো একক অবতার।
বিশ্ব নেতা নয় বরং বিশ্ব বিবেক
জাগবে সবাই একসাথে,
মানবতার দেওয়াল রঙ্গিন হবে
আহার মিটবে একপাতে।
এখনো যারা পায় না খেতে
নুনে পান্তা ভাত,
সেই যুদ্ধ ঘুচবে ভেদাভেদ
জাত ধর্ম আর বর্ণবাদ।
এমন একটা চাই যুদ্ধ
প্রতিবাদে সবাই একই চাই স্লোগান,
আমরা মানুষ বাঁচতে চাই
জোর গলায় গেয়ে মানবতার জয় গান।
দু'বেলা দুমুঠো খেতে পাবে
এরচেয়ে বড় স্বাধীনতা আর কি?
প্রতিবাদের প্রয়োজন পড়ে না
মুখে লাগলে গনতন্ত্রের ঘি।
তাই বলি ভাই সকলে মিলে
গলা ছেড়ে গাই গান,
এমন একটা যুদ্ধ করি মোরা
যেথা তাজা হয় সব মানুষের প্রাণ।