কবিতাঃ মায়ের ভাষা
মোঃ পারভেজ আলম মাফুজ
------**-----
মা গো ওরা নাকি !
তোমাকে মা বলে ডাকতে দিবে না?
বলতে দিবে না কথা তোমার শেখানো বুলিতে
এরই জন্য রঞ্জিত হয়েছে পথ হিংস্র শত্রুর গুলিতে৷
মা গো ওরা নাকি !
বন্ধ করে দিবে আমার ফুটন্ত স্বর?
অ, আ শব্দে আর গাইতে দেবে না শুর করে গান
ছেড়ে দাও মা যাব রাজপথে বাচাঁবো তোমার সম্মান৷
মা গো ওরা নাকি !
চাপিয়ে দিবে জোর করে ভিনভাষা?
বোবা হয়ে যাব আমি মা বলবো না আর কথা
নয়ন জলে ভেসে যাব বুঝবে না কেউ আমার ব্যথা৷
মা গো ওরা নাকি !
ছিনিয়ে নিবে মুখের সবার হাসি?
ওরা কি জানে মা জননী এই হাসি খুসির খেলা।
গরীর বাঙ্গালীর জীবন ধারনের একমাত্র ভেলা৷
মা গো ওরা নাকি !
শূন্য করে দিবে তোমার ভরা বুক?
ওদের বলে দিও মা এখানেতেই স্বর্গ-সুখ আমার
এখান থেকেই যাব আমি সময় হবে যখন যাবার৷