কবিতাঃ আমি বিদ্রোহী
মোঃ পারভেজ আলম মাফুজ
আমি বিদ্রোহী,
আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার
আমি দূর্নীতির বিপরীত দেওয়াল,
আমি চোরকে দিতে চাই ফাঁসি
আমি চাই মুছে যাক কলঙ্কের হাসি,
তাই আমি সমাজের বিদ্রোহী।
আমি বিদ্রোহী,
আমি ধর্ষণের চাই দ্রুত বিচার
আমি ধর্ষিতার পক্ষে সোচ্চার,
আমি হাত তুলি সত্য বলতে
আমি রাস্তা দেখাই সত্য চলতে,
তাই আমি সমাজের বিদ্রোহী।
আমি বিদ্রোহী,
আমি স্বাধীন দেশে চাই মুক্ত বাতাস
আমি চাই না থাকতে বন্দি খাঁচায়,
আমি বলতে চাই মুক্ত কথা,
আমি তুলে ধরি স্বাধীনতার ব্যাথা
তাই আমি সমাজের বিদ্রোহী।
আমি বিদ্রোহী,
আমি হাত তুলি সবার আগে
আমি ছুটে চলি এধার থেকে ওধারে,
আমি তুলে ধরি জুলুমের চিত্র
আমি করতে চাই সমাজ অবিভক্ত,
তাই আমি সমাজের বিদ্রোহী।
আমি বিদ্রোহী।