কবিতাঃ জাতির জনক
কবিঃ পারভেজ আলম মাফুজ
----***----

ছোট্ট খোঁকা চোখে  হাজার স্বপ্ন নিয়ে
জন্মেছিলো টুঙ্গীপাড়ার এক গ্রামে,
এলাকা জুড়ে সুনাম কিনেছিলো খোঁকা
উজাড় করা অফুরন্ত ভালোবাসার দামে৷

লেখা পড়ায় এগিয়ে থাকা চৌকস ছেলেটি
স্কুলে ছিলেন  সবার প্রিয় সাথী ভাই,
বন্ধুর সাথে মিলেমিশে বেড়াতেন সদাই
খোঁজ নিতেন কার কি আছে, কি নাই?

যখন তিনি বলতে শিখেন, চলতে শিখেন
বুঝতে শিখেন জম্মভূমির সবখানেতে আধাঁর,
তখনই ভাবতে থাকেন, খুঁজতে থাকেন আলো
পাড়ি দিতে হবে পথ ভেঙ্গে দেওয়াল সব বাঁধার৷

এভাবে আর চলবে কত?ভাবনা এসে যায়
পরের বনের মেষ তাড়ানো স্বভাব নাই তাঁর
মারবো না হয় মরবো তাদের করেছিলেন পণ
যে করে হোক মূখে হাসি আনবেন তিনি সবার৷

দিয়েছিলেন তিনি রক্ত গরম হওয়ার বাতাস
বাঙ্গালী লক্ষ দেহের শরীরে সে বাতাসে ফুটে,
যেখানই ছিল পাকিস্তানী শত্রুদের আখড়া
বীরের দল সেখানেই গিয়েছে সাহস বুকে ছুটে৷  

দমে যান নাই বীরের সেনাপতি সেই খোঁকা
ছুঁটেছেন সূর্যের ন্যায় সাহসই ছিল তাঁর বন্ধু,
স্বাধীন হয়েছে দেশ, সবাই পেয়েছে ভূমি
তিনি হয়েছেন আমাদের প্রিয় বঙ্গবন্ধু৷

পথ দেখিয়ে ছিলেন তিনি মুক্ত স্বাধীনতার
সোনার বাংলায় বয়েছে সেই  সুখ আজো বহমান,
শ্রদ্ধা ভরে স্বরণ করে কোটি বাঙ্গালী তাকে
তিনি আমাদের জাতির জনক শেখ মজিবুর রহমান৷