নালিশ উঠেছে আজ, সততা বিবাদী,
কেড়ে নেয় সূর্যালোকে ন্যায্য অধিকার,
সবুজাভ কচি চোখ থাকে অবিকার,
প্রেম তুমি রাজপথে হও প্রতিবাদী।
পুড়ছে তোমার ঘর, পুড়ছে আবাদী,
পদ-তলে মানবতা করছে চিৎকার,
বাজাও দামামা দাও - বিষাণে ফুৎকার,
দাঁতে দাঁত ভেঙ্গে কণ্ঠ ওঠাও নিনাদি।
ভাঙছে পোতের হাল, তীব্র জলোচ্ছ্বাস,
তুমি কি না অভিযাত্রী! রইবে উদাস? (!)
তালি মারো ছেঁড়া পালে, ওড়াও মাস্তুলে,
জোয়ার কে করে নাও গতির আধার;
অনাদি তোমার পাশে, ভয় কী অকূলে!
জেনো তুমি বিজয়ের - উত্তরাধিকার।
(ফরাসী সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)