তর্জনী উঁচিয়ে করো জ্ঞানের বড়াই,
যত সব মোসাহেব দেয় হাত-তালি,
কলমের ডগা থেকে ঝরে শুধু কালি,-
দেড়ে দেড়ে যোগ হয়ে কেবল আড়াই!
হাইব্রিড ধারণাতে বাগীশ গোঁসাই
নব নব হেতু যত রচে চাতুরালি।
আমাদের কপালের পেছনটা খালি,
ভুলি সব, যবে শুনি দশের দোহাই।
নিপীড়িত বাস্তবতা দেখেও না দেখা;
শঠতার প্রতিগ্রহে; অনুকল্প খোঁজা,
জ্ঞানের সোপাধি শুধু সনদেই লেখা।
আমার আমার করে করছো তরজা!
ভেবে দেখ নিজ দ্বারে খুঁড়ছ পরিখা,
বিবেক বিকিয়ে ওড়ে বিনাশের ধ্বজা।
শব্দ ব্যাখ্যা:
চাতুরালি > শঠতা
অনুকল্প > বিকল্প
সোপাধি > উপাধি
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)