বে-মানান এক অনাহুত, - তোমাদের জলসায়;
না-সালিয়ানা; তবুও আমি, পরিপাটি জমিদার।
লিখে দাও ন’য় দাসখত- “বেদনার অংশী-দার”;
অনুষঙ্গ-অধিকার ন’য় - রইলো সে অনাদায়।
রুক্ষ ফিজার শীর্ণ গোলাপ পড়ে থাক নিরুপায়;
মোদের প্রাপ্তি- এক পৃথিবী রঙ ছিল গায়ে তার,
বৃদ্ধ-পত্রে লেখা আছে নাম মধু-মাস অবিকার,
কত মধু-মাস আসে-যায়; পাতাটি শুধু শুকায়।

দাবি নেই, কোন দায় নেই, নেই কোন অধিকার;
বে-দামি, জীর্ণ ভাগ্য আমার; দাম নেই এক-পাই,
হস্ত-রেখায় নেইকো তুমি, স্মৃতি আছে বেশুমার।
জন্ম-পূর্বে হয়তো এমনি ব্যথা ছিল দু-জনার;
বার বার আমি জন্ম নিয়ে; তোমায় হারাতে চাই।
অর্থহীন এই উপকথা, মানে নেই কবিতার।



শব্দ ব্যাখ্যা:
সালিয়ানা > রাজস্ব, খাজনা
দাসখত > দাসত্ব স্বীকার করে লিখিত দলিল
ফিজা > মৃদুমন্দ বাতাস

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ১০+৮)