সস্তার মদ গোগ্রাসে গিলে চোখে ডেকে আনে ঘুম,
এই শহরের অলি-গলি চেনে পায়ের – আঙুল,
অসীম-পিপাসা পারাবারে - ভাসে একূল-ওকূল;
তারা অতিরিক্ত অভিনেতা; ব্যতিরেকে গ্রিন-রুম।
প্রিয়া আজ কার মালা গাঁথে! ভুলে গেছে বে-মালুম,
মুখে লেপ্টে ধেবড়ানো হাসি; যেন রঙের-পুতুল,
হয়তো হারাবে হাতে ধরে; ঘুমানোর ক্যাপস্যুল;
সব শেষ হয় এভাবেই; - শহর থাকে নিঝুম।

ধুয়ে-মুছে গেছে সে যৌবন, সময় উল্টায় পাতা,
সস্তার গানে স্বপন বুনে - এই বেশ ভাল থাকা!
ঝড় ঝঞ্ঝায় - ভাসে বন্যায়; আমাদের ছেঁড়া ছাতা।
এভাবেই তারা খুন হয়, জীবনের চোরা রাস্তা;
পিকেটার হয়ে ফুর্তি নিয়ে - ঠেলে উন্নয়নের চাকা,
গাড়ি থেকে নেমে বড়-লাট- “বিচ্ছিরি! সবই যা-তা!”



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ১০+৮)