তোমার জন্য রেসের সবকটি ঘোড়া,
হারতে শেখোনি তুমি। দৃঢ় পায়ে পায়ে-
বিনিয়োগ করে চলো অধিক চিন্ময়ে-
বিজয়ের পুষ্ট বীজ,- নব্য, আনকোরা।
ভালোবাসা না বাসার উভচর ধারা;
কষে চলো পরিমিতি, দিব্য কালি দিয়ে।
কালো এক রেনেসাঁস আঁধার পেরিয়ে-
তোমায় দিয়েছি ঢেলে- সবটুকু সুরা।

আদি থেকে শেষ তক যে বাঁশি বাজায়;
লিখে রাখা স্তব গান সে সুরের মানে,-
এই কি ভালোবাসা! যা, হৃদয় রাঙায়?
অণিমার তৃষা যদি না-ই থাকে প্রাণে;
কী হবে তোমার ঐ অমৃত সুধায়!(?)
শেষ হোক জিজীবিষা যবনিকা টানে।



শব্দ ব্যাখ্যাঃ
চিন্ময় > জ্ঞানময়
জিজীবিষা > বেঁচে থাকার ইচ্ছা
অণিমা > অণুত্ব (যোগবলে শরীরকে অণুতুল্য করার শক্তি)

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)