তুমি দেখেছো কি,
চোখের রেখায় স্মৃতির পাণ্ডুলিপি,
যার ফলগু ধারায় সিক্ত এ বদন,
বয়সের ছাপ মুছে দিতে চায় নির্জনে চুপিচুপি।
কে বলেছে তার হাসি ছিল নির্দোষ,
কত প্রেমিক যে মরেছে সেথায়
ক্ষণিকের তরে করেনিকো সে আপোষ।
কালো মেঘ যেথা ভূলোক মুছিতে চায়,
শীতল হাওয়াই গলিয়া গলিয়া
বারিরূপ লয়ে বারিতে বহিয়া যায়।
তুমি দেখেছো কি!
এমনই একদা আলসে দুপুর বেলায়,
দিশাহীন পথে কি যে আনন্দে
মাতিয়াছিলাম হৃদয়নাশীর খেলায়।
তুমি জেনেছ কি!