বর্বরতার অর্চনে - ঢালুক অঞ্জলি!
বারুদ কণারা গর্জে উঠুক বর্ষণে!
মর্ম যেথায় ভাঙ্গছে ভয়াল চূর্ণনে;
দর্পে উঠুক সেথায় ন্যুব্জ শির গুলি!
ছড়িয়ে পড়ুক ধ্বংসে ধোঁয়ার কুণ্ডলী,-
উড়িয়ে দে তোর অশ্রু হাওয়ার ঘুর্ণনে!
দিগ্বিজয়ীর জয়ের নেশার কর্ষণে;
হোক সে তোদের স্বপ্ন শোভায় স্বর্ণালী!
এখনো অতীত সত্য আলোয় অঙ্কিত,
জাহেলিয়াতের বংশ যেথায় নৃশংস;
ধ্বংস তাদের প্রমিত, দৈবে নির্ণীত।
অগ্রে যতই আঁধার তীব্র নির্বিদার;
সূর্য দিয়েছে আলোর বদ্ধ অঙ্গীকার।
জগৎ ভ্রাতারা সুর মেলাতে - দে অংস!
শব্দ ব্যাখ্যাঃ
ন্যুব্জ > নত
কর্ষণ > সংস্কৃতি/কৃষ্টি
স্বর্ণালী > স্বপ্ন পূরণ অর্থে
প্রমিত > নিশ্চিত
নির্বিদার > অভেদ্য
অংস > স্কন্ধ/কাঁধ
(মিল্টনিক সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)
[বিশ্বের সমস্ত মানুষের প্রতি আমার মানবিক আহ্বান এবং ফিলিস্তিনের সকল সাহসী যোদ্ধাদের প্রতি আমার এই ক্ষুদ্র নৈবেদ্য।]