ক্ষুধা, অদম্য, নির্মম, অনন্ত পিপাসা;
ক্ষুধা ঠিক ক্ষুধা নয়, কি-জানি শূন্যতা।
সীমাহীনে হারাবার সুপ্ত প্রবণতা;
কিছু চাই বহু কিছু, ক্ষুধাটাই নেশা।
কারো ক্ষুধা জেনে নেবে একটা জিজ্ঞাসা-
আমাদের ভুল? নাকি তোমার মত্ততা?
বৃহতে করুণা করে আমার ক্ষুদ্রতা;
দীনেরে ডুবিয়ে জলে কী তোমার আশা?
যত কিছু বাঁধা আছে ক্ষুধার শিকলে;
ক্ষুধার দুনিয়া আনে জীবনের ধাঁধা,
চেনা দেহ ঢাকা থাকে অচেনা বাকলে।
মায়ার চাদরে রেখে চির-সুখি-সুধা;
গৃহীর আগল রাখো চোরের দখলে,
মানুষের উপাসনা- বিধাতার ক্ষুধা।
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)