শ্রাবণ আসিয়াছিল নিঝুম আঁধারে,
প্রাণ-ভরা ভিস্তি হাতে এক বেদুইন
ক্ষণেক দাঁড়িয়ে ছিল বিরান শহরে।
ভাবি সম্ভাবনা নিয়ে এক অমলিন
বীজের অঙ্কুরগমে মৃত্তিকা জঠরে
করেছিল ফিকে প্রেম সোনালী রঙিন।
কুসুম কর্ণকুহরে মন্ত্র দিল ভরে,
“অমৃত লও, আবার আসিব তোমার
শুষ্ক অধর চুম্বনে, ঝরিব অঝরে। ”
হে দারিকা, ঘড়া ভরি নাও বেশুমার,
ক্লান্ত রাহীর তিয়াসা দিও গো মিটায়,
দিও তারে সুধা-বারি, বিমোহ অপার।
নতুনেরে স্বপ্ন দিতে এসো পুনরায়,
থাকি বা না থাকি পাছে, লহ এ বিদায়।
( তের্জারিমা, অক্ষরবৃত্ত, ৮+৬=১৪ পর্ব, অন্ত্যমিল: কখক : খগখ : গঘগ : ঘঙঘ : ঙঙ )