ভবের বাজারে ঠিক দাম পেলে
এথিকস্-টা হয় ফক্কা।
বুনো ওল-টা কি সাধ করে ফেলে
তেঁতুলের ঝোলে পা!
স্থান-কাল আর পাত্রটি পেলে
ব্যাটে-বলে মেলে ছক্কা।
বাঃ রে জীবন! বাহ!
সানগ্লাসে দেখা শীতল সান-টি
ভাবছো ঢুকেছে কম্বলে।
চির-বসন্ত ভাবলে কি তাতে
সূর্য হারায় তেজ?
খেয়েছ যা কিছু বদ-হজমের
ঢেকুর উঠছে অম্বলে।
বাঃ রে জীবন! বাহ!
বুনো ওল-টা কি সাধ করে ফেলে
তেঁতুলের ঝোলে পা!