থার্ড ক্লাসে দেখা স্কুল পালিয়ে সিনেমা-
জামার হাতায় টাকা লুকিয়ে বেরোনো।
মনে আছে সেই স্বাদ, আম চুরি, ঠাম্মা।
শিরোনাম “বনলতা”, মলাটে লুকোনো।
কিশোর বেলার সুর তালহীন গান,
ধিমা লয় কভু দ্রুত লয়ে তান ধরা।
বাবা-মা’র স্নেহ, কি’বা তার প্রতিদান,
দিদিও ভোলেনি, চুল ধরে টানা ছেড়া।
খেলার সাথিরা খুঁজি আজ কোথা হায়!
বনলতা আজ অতি সাধারণ বালা।
স্মৃতির পেয়ালা বৃথা শুধু ছলকায়,
ছলের বাজারে ডুবে ডুবে জল গেলা।
স্মৃতিরে স্মরিয়া স্মৃতি শুধু লিখে যায়
জীবন পেরিয়ে যবে মুক্তি নাহি পায়।
( শেক্সপিয়ারীয় সনেট, অক্ষর বৃত্ত, মাত্রা ১৪, ভাগ ৮+৬, অন্ত্যমিল: কখকখ : গঘগঘ : ঙচঙচ :: ছছ )