কাষ্ঠ জ্বলিয়া অঙ্গার; অঙ্গারা বিভূতি,
প্রিয়, তব প্রেম দাহে এমন জ্বলন;
না অঙ্গারা – না বিভূতি, নিমীল-নয়ন;
হেরি তব দীপ্ত শিখা, উন্নত দীধিতি।
হেরি তব নিত্য সত্তা, অখণ্ড প্রমিতি,
যত ঢুঁণ্ডি তত ডুবি; করে উন্মাদন।
এ তুচ্ছ গুনাহগার! লহ আবেদন,-
মম চেতনা বিহ্বল, দাও গো নিষ্কৃতি!
হে জগত-পাল, তুমি, দাবায়ে দহন-
মোরে অনুবল করো, এ নহে ইরাদা,-
দিতে যদি হয় দাও করিতে সহন।
প্রদীপ্ত হোক জলসা - কল্লোল কাসিদা;
তব প্রেম কান্ধারেই মম সন্তরণ!
দুষ্ট-ক্ষত এই রুহ্ - লুটায় সিজদা।
শব্দ ব্যাখ্যা:
বিভূতি > ছাই অর্থে
দীধিতি > কিরণ
নিমীল > সঙ্কুচিত
প্রমিতি > সত্যতা
কাসিদা > যে কবিতায় প্রিয় জনের প্রশংসা বর্ণনা করা হয়
অনুবল > সাহায্য দান
কান্ধার > পাড়
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )