হে দিবাকর! অরুণ, তপন, ভাস্কর!
কার তরে আলোকিলে, ধরণীর পর।
যারা নষ্ট, ভ্রষ্ট সব, বিনাশে শৈশব,
মানবতা আণবিকে করে পরাভব।
ঢেকে দাও অন্ধকারে, দিও না প্রভাত,
করুক একে অপরে পাবক সম্পাত।
পুড়ে যাক, মুছে যাক, মরে যাক নিজে!
দিশেহারা হয়ে যাক, আলোকের খোঁজে।
বিস্ফোরণ জাগে মনে- আণবিক সম,
তুমি সেই পাতকেরে কভু নাহি ক্ষম!
দূরে ঠেলে আলো যারা তিমিরেরে পূজে;
আসে কি প্রভাত তাহে পামরের ভুজে?
আলো ফেলো এক মুঠো অনাবিল বীজে,-
রচিবে সে বসুমতী, অমলিন সাজে।
শব্দ ব্যাখ্যাঃ
পাতক > পাপী অর্থে
(আধুনিক সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব ৮+৬)