মজবুত করে গড়া আলিসান বাড়ি,
তবুও কোথাও টান! ঘুলঘুলি ফাঁকে-
দু’খানি চড়ুই নিত্য; - অভিরুচি এঁকে-
খড়ের কুটোয় থাকে কোলাহল ছাড়ি।
ছাদের উপরে ছাদ! উর্বী সনে আড়ি;
যেন ছুঁয়ে দিতে চায় তুঙ্গী ঊর্ধ্বটাকে!
চড়ুই দু’খানি খেলে সবুজের বুকে;
থাকে খড়-কুটো পরে পূর্ণ স্বর্গ গড়ি।

এমনতর অসীম মোহের তিয়াসে;-
সদা-সারাক্ষণ মন করে উচাটন,
তৃপ্তি না আসে আদতে; রিক্ত নিকেতন!
যত ভরে আসে ভাণ্ড; শূন্যগর্ভ ভাসে!
অখুশির তপোবনে - লিপ্সার সাধন;
হেলায় ওড়াও স্বস্তি; বিষণ্ণ বাতাসে।



শব্দ ব্যাখ্যা:
উর্বী > পৃথিবী
তুঙ্গী > উচ্চ
শূন্যগর্ভ > অভাব বোধ

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)