নিশি-প্রাতে কেন সাকি গরলে ভরিলে;
মত্ত মাতালের শেষ নিঃশেষ পেয়ালা!
হাপরের শিটা হলো; বিষে বিষ জ্বালা।
দাবানলে দগ্ধ বুকে প্রণয় হানিলে!
ক্ষুন্ন পাঁজর বিঁধিলে খর করপালে;-
এ নহে মম নালিশ শোন গো দিগ্বালা,
আমি সেজন অভাগা নসিবওয়ালা,-
রচকের মুসাবিদা; যাহা ছুঁড়ে ফেলে।
হেরিলাম অবদাতে তব বিশালতা!
ঘন ঘোর তমসায় ফেলে না সে আলো;
মম বেদাগ দৈবের ঘোর অস্পষ্টতা।
সেই বাঁচিবার ডাক, অনাদরে টাল!
দোলাচলে চলমান জবরজঙ্গতা,-
আমার লোকাল মন, এই বেশ ভালো।
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )
শব্দ ব্যাখ্যা:
শিটা > ঝামা, কাইট
মুসাবিদা > খসড়া
অবদাত > খাঁটি
জবরজঙ্গতা > ভুল, এলোমেলো