মাঝি বেয়ে চলো দেখি চিরদিন ধরে-
তোমার পানসি নাউ, ওপারের লোকে-
এপারের কথা কিছু বলাবলি করে?

পাড়ের ভাঙ্গন, কিংবা, ভরা দিবালোকে-
জোয়ারে ভাসার গান! জান কি সেদিন,,,!
বলনি জানি, রয়েছে, কবিতার শ্লোকে।

কালের খাতায় আমি ক্ষয়ে ক্ষয়ে লীন,
ওপারের আলো মিছে! নাকি চির সত্য!
পানসি দুলছে ক্রমে, - সংশয়ে মলিন।

কত খেদ! কত হর্ষ! মসিতে অঙ্কিত,
গচ্ছিত যতো অস্মিতা, লুপ্ত অভিমান,-
পড়ে আছে এই পারে, চৌকি করি নিত্য।

আঙ্গুলের গিঁটে রেখে জনমের দান,-
পারের আশায় ঠাঁয় বসে পুরাতন।


শব্দ ব্যাখ্যা:
চৌকি > পাহারা দেওয়া

(টের্জা রিমা সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)